আবুল হাসান ফায়েজ: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শেষ (৪র্থ) ধাপে হবিগঞ্জে মাধবপুরে ২৪ হাজার ৬শ ৯৬ ভোট বেশি পেয়ে এস এফ এ এম শাহজাহান পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। আজ ৫ জনু বুধবার সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলছিল। ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় পুরুষ মহিলা মিলে মোট ২ লাখ ৬৮হাজার ৩শ ৬২জন ভোটার। ৫টি চাবাগান অধ্যুষিত এই উপজেলায় মোট কেন্দ্র ছিল ৯৩টি।
চেয়ারম্যান প্রার্থী হিসেবে এস এফ এ এম শাহজাহান ঘোড়া প্রতীকে ৬২ হাজার ৪শ ৮২ ভোট , তার নিকটতম প্রতিদ্বন্ধি জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাকির হোসেন চৌধুরী পেয়েছে আনারস প্রতীকে পেয়েছে ৩৭ হাজার ৭শ ৮৬ ভোট। বেসরকারী ভাবে এস এফ এ এম শাহজাহানকে নির্বাচিত ঘোষনা দেওয়া হয়েছে।