জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

স্যামসাংকে টপকে নতুন প্রযুক্তি আনছে হুয়াওয়ে?

ফোনের গোটাটা জুড়েই স্ক্রিন। না আছে বিজেল, না আছে নচ। তা হলে সামনের ক্যামেরাটা কোথায়! স্লাইডারে? উঁহু তাও নয়।

ভাল করে লক্ষ্য করলে স্ক্রিনের বাঁ দিকের উপরের কোণে রয়েছে একটা ছোট্ট ফুটো। সেটাই ক্যামেরা। আয়তনে যা পাঞ্চার দিয়ে তৈরি ফুটোর থেকে একটু ছোট।

এমনই এক তাক লাগানো ফোন বাজারে আনছে চিনা সংস্থা হুয়াওয়ে। সম্প্রতি সান ফ্রানসিস্কোর এক কনফারেন্সে এই ধরনের প্রযুক্তির কথা ঘোষণা করেছিল স্যামসাং।

ইনফিনিটি স্ক্রিনে ইংরেজির ‘ও’এর মতো দেখতে বলে এই প্রযুক্তির নাম ইনফিনিটি-ও ডিসপ্লে। কবে তা বাজারে আসবে তা নিয়ে স্যামসাং সরকারিভাবে কোনও ঘোষণা করেনি। তবে জল্পনা চলছিল স্যামসাং এএইট নাম দিয়ে ডিসেম্বরে সেই ফোন লঞ্চ করা হবে। এর মধ্যে ওই একই প্রযুক্তির ফোন লঞ্চ করার ইঙ্গিত দিল হুয়াওয়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই টিজার।

মনে করা হচ্ছে হুয়াওয়ের নোভা সিরিজের অন্তর্গত হবে এই ফোন। এই বছরই বাজারে এসেছে নোভা থ্রি এবং নোভা থ্রি আই।

ফোনগুলির দাম ছিল যথাক্রমে ৩৪,৯৯৯ টাকা ও ২০,৯৯০ টাকা। নতুন ফোনটির নাম হতে পারে নোভা ফোর বা নোভা থ্রিএস। ডিসেম্বরে স্যামসাং একই প্রযুক্তির ফোন বাজারে আনার আগেই লঞ্চ হতে পারে এই ফোন। আর দাম? সেই বিষয়ে মুখে কুলূপ সংস্থার।