জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হঠাৎ সিলেট ও সুনামগঞ্জের পুলিশ সুপার বদলি

বাংলাদেশ পুলিশের সিলেট ও সুনামগঞ্জ সহ ১৩ জেলার পুলিশ সুপার ( এসপি ) কে বদলি করে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে ।

অন্য জেলা গুলো হচ্ছে – সিলেট , কুমিল্লা , ফেনি , রংপুর , কুষ্টিয়া , পটুয়াখালী , বরগুনা , বগুড়া , পাবনা , টাঙ্গাইল , নীলফামারী , যশোর , মাদারীপুর ।

২৩ জুন ( রবিবার ) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ – ১ শাখা থেকে জারি করে এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয় ।

সুনামগঞ্জ নতুন পুলিশ সুপার ( এসপি) হিসেবে পদায়ন হয়েছেন পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার এম এম মোর্শেদ ।

তিনি বর্তমানে পেষণে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার কর্মরত রয়েছেন বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ কে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে ।

প্রজ্ঞাপনে দেখা গেছে , সিলেট জেলার পুলিশ সুপার (এসপি ) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে ।

তাঁর কর্ম স্থলে জেলার পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান কে পদায়ন করা হয়েছে । প্রজ্ঞাপনে এসপি সমমর্যাদা ১৫ জন নতুন জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করবেন ।

প্রজ্ঞাপনে বদলির কারণ জানানো হয়নি । বদলি কার্যক্রমটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে ।