জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান স্বামীসহ করোনা আক্রান্ত

হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের করোনা পজিটিভ ধরা পড়েছে। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন।

শনিবার (৩ জুলাই) দুপুরে হবিগঞ্জ সিভিল সার্জন অফিস তাহা নিশ্চিত করে।

জানা যায়, গতকাল শুক্রবার ২ জুলাই তিনি করোনা পরীক্ষার জন্য স্যম্পুল প্রদান করেন। আজ শনিবার দুপুরে করোনা পসিটিভ হওয়ার খবর আসে। বর্তমানে কোন ধরণের উপসর্গ না থাকলেও তিনি হোম আইসোলেশনে আছেন।
এদিকে আরো জানা যায় যে, তার স্বামী অতিরিক্ত সচিব শরীফুল ইসলামও করোনা আক্রান্ত।

এবিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শাহ জহুরুল হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি হবিগঞ্জ নিউজকে নিশ্চিত করেন।