একটি মানবিক আবেদন।
ছেলেটির নাম তালহা, বয়স মাত্র ৬।
উৎকন্ঠায় তালহার পরিবার। তাদের আদরের ছয় বছরের ছেলে মরণব্যধি ক্যান্সারে আক্রান্ত ।
নিম্ন বিত্তের বাবার পক্ষে কিভাবে সম্ভব ছেলের চিকিৎসা চালানো ?
তালহার পিতা মোঃ আব্দুন নূর একজন সাধারণ চাকুরিজীবী।
সদা হাস্যজ্বল লোকটি একজন সমাজকর্মী, পরোপকারী, স্বেচ্ছায় রক্তদাতা, একটি মসজিদ কমিটির সেক্রেটারি ও একটি মাদ্রাসার প্রতিষ্টাতা। চমৎকার ব্যক্তিত্বসম্পন্ন একজন ভাল মানুষ। বাড়ি হবিগঞ্জ সদরের পৈল গ্রামে।
তালহার চিকিৎসা করার জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন।
কয়েকমাস যাবত চিকিৎসা করে বর্তমানে তার পারিবারিক আর্থিক অবস্থা ভালো নয়। তাই হবিগঞ্জ অনলাইন এক্টিভিস্ট ফোরাম উদ্যোগ নিয়েছে তালহার চিকিৎসার জন্য একটি আর্থিক তহবিল গঠন করার। যার নাম দিয়েছি (শিশু তালহার চিকিৎসায় আমরা)। সংগৃহীত তহবিলের মাধ্যমে তালহার চিকিৎসার ব্যয় সম্পাদন করা হবে।
সমাজে আমরা যারা সচ্ছল আছি তারা ইচ্ছে করলেই ক্ষুদ্র ক্ষুদ্র আর্থিক সহযোগীতার মাধ্যমে তালহার পাশে দাড়াতে পারি।
আর্থিক সহযোগীতার জন্য নিম্নের ব্যাংক একাউন্ট অথবা বিকাশ ও রকেটের মাধ্যমে টাকা পাঠাতে পারেন।
মোঃ আব্দুন নূর
সঞ্চয়ী হিসাব নংঃ ০০৫৫০৩১০০০০১৪২
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড
হবিগঞ্জ শাখা।
বিকাশ নম্বরঃ
01723326736( পার্সোনাল )
01727202082 ( পার্সোনাল )
01717568280 ( পার্সোনাল )
রকেট নম্বরঃ
017233267365( পার্সোনাল )
নগদ নাম্বারঃ
01723326736( পার্সোনাল )
মানবিক আবেদনটি পড়ে আমরা সবাই সাধ্যমতো সহযোগিতা করি। আর যদি সহযোগিতা করার সামর্থ্য না থাকে তাহলে কমপক্ষে তালহার সুস্থতার জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া করি। মহান আল্লাহ যেন তালহাকে পরিপূর্ণ সুস্থ করে দেন।