গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (সচিব) বিধান চন্দ্র কর্মকার বলেছেন, “হবিগঞ্জের হাওর বন এবং টিলা পর্যটন শিল্পের একটি বিশাল সম্ভাবনাময় এলাকা। যদিও বাংলাদেশের পর্যটন শিল্পে হবিগঞ্জের একটি বিশাল অংশ রয়েছে। তথাপিও সম্ভাবনাময় হবিগঞ্জের এই পর্যটন খাতকে পরিকল্পিতভাবে উন্নয়ন করলে, এই জেলা পর্যটন শিল্পে আরো একধাপ এগিয়ে যাবে। তাই হবিগঞ্জের পর্যটন খাতে পরিকল্পিত উন্নয়ন প্রয়োজন।”
“পাহাড় এবং হাওর অঞ্চলের প্রাকৃতিক বৈচিত্র্যকে রক্ষা করা এবং এই শিল্পকে বাচিয়ে রাখা আমাদের সকলের নৈতিক দ্বায়িত্ব।”
তিনি গতকাল শনিবার হবিগঞ্জ জেলা তথ্য অফিসের বিভিন্ন কার্য়ক্রম এবং ব্র্যান্ডিং শিল্প পরিদর্শনকালে একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, “এখানকার চা শিল্প দেশের চাহিদা মিঠিয়ে বিশ্ব মানের চা তৈরী করে বিদেশে রপ্তানি করছে এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে বাংলাদেশ। তাই চা উৎপাদন এবং এই শিল্পের প্রসারের জন্য আরে কাজ করতে হবে।”
পরিদর্শনকালে তিনি জেলা তথ্য অফিসের বিভিন্ন প্রজেক্ট, এপিএসহ হাওর বনাঞ্চল পরিদর্শন করে সন্তোষটি প্রকাশ করেন।
শনিবার সকালে হবিগঞ্জে পরিদর্শনে আসলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা তথ্য অফিসার পবন চৌধুরীসহ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
দিনব্যাপি তিনি বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে বিকেলে হবিগঞ্জ ত্যাগ করে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন।