জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জের যে বাজারে কোটি টাকার মাছ কেনা-বেচা হয়

সরগরম হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নুরপুর ইউনিয়নে ঐতিহ্য বাহী বাছিরগঞ্জ( সুতাং) বাজারটি । প্রতিদিন বাজারে কোটি টাকার মাছ বিক্রি । পুকুর , নদী , খাল-বিল ও হাওর থেকে মাছ শিকার করে প্রতিদিন ভোর রাতে শায়েস্তাগঞ্জ বাছিরগঞ্জ ( সুতাং) বাজারে আসেন জেলেরা ।

পাইকারি ও খুচরা বিক্রেতাদের ভিড়ে ঠাসা বাজারে পাওয়া যায় মিঠা ও নুনা পানির সব ধরনের মাছ । তবে জায়গা সংকটের কারণে সকল মৎস্য আড়ৎদের বানিজ্য বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করে বাজার কমিটি ।

শায়েস্তাগঞ্জে বাছিরগঞ্জ ( সুতাং) বাজারে প্রতিদিন সাগরের ইলিশ সহ বিভিন্ন মাছ এবং দেশি মাছ বেচাকেনার হবিগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বড় মৎস্য আড়ৎ শায়েস্তাগঞ্জে । দেশি মাছ রুই , কাতলা , মৃগেল , বোয়াল , চিতল , পাংগাস, পাবদা , বাইম , শোল- গজার, ছোট মাছ সহ নানা ধরনের মাছ নিয়ে বাছিরগঞ্জ ( সুতাং ) বাজারে আড়ৎতে আসেন জেলেরা ।

আর এখান থেকে মাছ কিনে ঢাকা , মৌলভীবাজার , সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় হাট-বাজারে খুচরা বিক্রি করে বাছিরগঞ্জ বাজারের রাব্বি মৎস্য আড়ৎতের মার্চেন্ট এন্ড কমিশন এর পরিচালক আফাজ উদ্দিন এ প্রতিনিধিকে বলেন , আড়ৎতে চাহিদা মতো প্রচুর মাছ আসলে দাম খুব সস্তা । আবার আড়ৎতে চাহিদা মতো মাছ না আসে তাহলে দাম যদি ও বেশি । তবে এখানে চাহিদা মতো সব ধরনের বরফ ছাড়া টাটকা মাছ পাবেন ।

অনেক হোটেল – রেস্তরা , বিয়ে- বাড়িতে অনেক মাছ পাইকারি হিসেবে ক্রয় করে নিয়ে যায় । অন্যান্য হাট-বাজার থেকে বাছিরগঞ্জ বাজারে অনেক সুবিধা । ভোর সাড়ে ৪ টা থেকে সকাল সাড়ে ৯ টা পর্যন্ত চলে ২২ টি মৎস্য আড়ৎতে পাইকারি ও খুচরা বিক্রি করা হয় ।

কেউ আছে চাহিদা মতো মাছ নেওয়া জন্য বুকিং করে  মোবাইল ফোনে । তবে বাজারে অবকাঠামো আরো উন্নত হলে আরও বেশি পাইকারি এবং খুচরা বিক্রেতা আসবেন বলে মনে করেন বাজার কমিটি ।

এ বিষয়ে বাছিরগঞ্জ বাজার মেসার্স রাব্বি মৎস্য আড়ৎতের প্রোপ্রাইটর ও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোঃ আব্দুল মোতালিব জানান , বাজারে জায়গা বেশ কম । খুব কষ্ট করে সকল আড়ৎদার এখানে আছি । সরকারের প্রচুর খাসের ভূমি রয়েছে বাছিরগঞ্জ বাজার এলাকায় । ইচ্ছা করলে সরকারি ভাবে বেশ কিছু আমাদের ভূমি দিলে ব্যবসাটি আরো সুন্দর হবে । সরকারের কাছে আমাদের আবেদন যেন বাজারটি আরো বড় ও দোতলা করে দিলে খুব ভালো হয় ।

হবিগঞ্জ জেলায় ছোট – বড় হাওর রয়েছে ১৫৬ টি । এসব জলাশয় থেকে বছরে গড়ে উৎপাদন হয় ১২০ কোটি টাকার মাছ ।