জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জের হামজা এফএ কাপ জিতে উড়ালেন ফিলিস্তিনের পতাকা

হবিগঞ্জের হামজা দেওয়ান চৌধুরী ইংলিশ এফএ কাপ জিতে উড়ালেন ফিলিস্তিনের পতাকা। প্রশংসায় ভাসছেন সাড়া বিশ্বে।

হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী এবং মা রাফিয়া চৌধুরীর তিন সন্তানের মধ্যে সবার বড় ঝাঁকড়া চুলের অধিকারী হামজা চৌধুরী।

একজন বাংলাদেশী বলেই লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীকে নিয়ে গর্ব বাংলাদেশী ফুটবল সমর্থকদের। শনিবার রাতে উইম্বলিতে এফএ কাপের ফাইনালে লেস্টার সিটি-চেলসির ম্যাচে লেস্টার মিডফিল্ডার হামজা চৌধুরীর দিকে তাই চোখ ছিল বাংলাদেশীদের।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট চেলসি। ক’দিন আগে ম্যানচেষ্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে তারা। এফএ কাপের ফাইনালে তাই চেলসি ছিল ফেভারিট। তবে চেলসির গর্ব চূর্ণ করে এফএ কাপের শিরোপা জিতেছে লেস্টার সিটি।

সর্বশেষ এফএ কাপের ফাইনালের নাগাল পেয়েছিল তারা ১৯৬৯ সালে।এর আগে তিনবার এফএ কাপের ফাইনালে উঠে ট্রফির মুখ দেখেনি তারা। ৫২ বছর অধরা থাকা  শিরোপা ধরা দিলো তাদের হাতে।ওয়েম্বলিতে শনিবার রাতে ২০ হাজার দর্শকের উপস্থিতিতে ইউরি তাইলিমানসের গোলে চেলসিকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এফএ কাপের শিরোপা জিতেছে লেস্টার সিটি।

প্রথমার্ধে গোলশুন্য থাকা ম্যাচে জয়সূচক গোলটি করেন এই বেলজিয়ান খেলার ৬৩ মিনিটে। ২৫ গজ দূর থেকে কোনাকুনি শটে চেলসি গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

ফাইনাল শেষে যখন উইম্বলিতে চলছে লেস্টার সিটির ট্রফি উৎসব,ল্যাপ অব অনার, তখন সবার দৃষ্টি ফিরিয়ে আনলেন বাংলাদেশী বংশোদ্ভুত হামজা চৌধুরী। একজন মুসলমান হিসেবে ফিলিস্তিনী জনগনের উপর ইসরাইলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদমূখর হয়ে উঠেছেন তিনি।

পবিত্র রমজান মাসে ফিলিস্তিনী জনগনের উপর ইসরাইলের বর্বরতা,বোমারু বিমান দিয়ে জনবসতির উপর হামলা,ঈদ এর আনন্দ মাটি করে দেয়ার প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিন জনগনের পাশে দাঁড়াতে ফিলিস্তিনের পতাকা নিয়ে ল্যাপ অব অনার দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনি পতাকা হাতে হামজা চৌধুরী ছবি।