জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। আজ (১৪ মার্চ) সকাল দশটায় হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত জুম ভার্চুয়াল সভায় সংযুক্ত ছিলেন আইন-শৃঙ্খলা কমিটির সম্মানিত উপদেষ্টা হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।

এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সিভিল সার্জন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধানগণ সহ আইনশৃঙ্খলা সভার অন্যান্য সদস্যবৃন্দ।

হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তাঁর বিভাগের গৃহীত নানা কর্মসূচি উল্লেখ করেন।
হবিগঞ্জ – ৩ আসনের সংসদ সদস্য এডঃ আবু জাহির বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতির বিষয়টি উল্লেখপূর্বক শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত সর্বশেষ পৌরসভা নির্বাচনের ওপর আলোকপাত করেন।

হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান তাঁর সমাপনী বক্তব্যে বিভিন্ন বিভাগের কাছে সহযোগিতা প্রত্যাশা করেন এবং বিভিন্ন সময়োপযোগী দিকনির্দেশনা প্রদান করে সভার সমাপ্তি ঘোষণা করেন।