হবিগঞ্জে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস-২০২২ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ০৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও আই,ইউ,সি,এন এর প্রোগ্রাম এসিটেেন্ট মাহী ওয়াসিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমূল, প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওঃ তৌহিদুল ইসলাম,গীতা পাঠ করেন রুপক দেবনাথ। বিষয়বস্তু উপস্থাপক ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থপনা ও সংরক্ষন বিভাগ হবিগঞ্জ এর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী।
আলোচনায় অংশ নেন বিটিভির জেলা প্রতিনিধি আলমগীর খান সাদেক,হবিগঞ্জ টি,ভি জার্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি এম,এ, হালিম,বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) জেলা কমিটির সভাপতি প্রফেসর ইকরামুল ওয়াদুদ,শাহ ফকরুজ্জামান,হবিগঞ্জ পরিবেশ আন্দোলন ( হপা) লাখাই কমিটির সভাপতি মোঃ বাহার উদ্দীন।
বক্তাগন বলেন, এক সময় দেশে বিভিন্ন প্রজাতির শকুন ছিল।প্রাকৃতিক পরিচ্ছন্নতা কর্মী হিসাবে পরিচিত এ শকুন মনুষ্যসৃষ্ট কারনে আজ বিপন্ন হতে চলেছে।নির্বিচারে ক্ষতিকারক ঔষধ ডাইক্লোফেনাক ও কিটোফ্রোফেন এর ব্যবহারে তা আজ এ অবস্থায়।
এছাড়া খাদ্য সংকট,বাসোপযোগী উঁচুবৃক্ষ নিধন, জনগনের সচেতনতা অভাবে শকুন বিলুপ্তর পথে।বর্তমানে সরকার পরিবেশের অতি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ শকুন রক্ষায় নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে।ইতিমধ্যে শকুনের প্রজনন স্বাস্থ্য সহ ক্ষতিকর প্রভাব রোধে ডাইক্লোফেনাক ও কিটোফ্রোফেন জাতীয় বিপনন বন্ধ করে দেওয়া হয়েছ এবং তা কার্যকরি করতে মনিটরিং জোরদার করা হচ্ছে।
দেশে ২ টি স্থানে শকুন এর জন্য সেফ জোন করা হয়েছে।রেমা- কালেঙ্গা বনাঞ্চল এবং সুন্দর বনে শকুন এর সেফ জোন ঘোষনা করে কর্মকান্ড পরিচালিত হচ্ছে।শকুন এর প্রজনন বৃদ্ধিতে কাজ করছে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ।সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) রফিকুল ইসলাম বলেন শকুন রক্ষায় সকলের ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে এবং জনসচেতনতা সৃষ্টিতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।