হবিগঞ্জে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। ” তথ্য আমার অধিকার- জানা আছে কি সবার, তথ্য আমাদের অধিকার- জানতে হবে সবার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্ব অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পৌর মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাজমুল হাসান, উপপরিচালক পরিবার পরিকল্পনা মোঃ আব্দুর রহিম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, বিআরটিএ সহকারী পরিচালক হাবিবুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলম, জেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমানসহ প্রশাসনের এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
জেলা তথ্য কর্মকর্তা পবন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিষয় ভিত্তিক রচনা প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তাগন বলেন, বর্তমান অবাধ তথ্য প্রবাহের যুগে সকলের তথ্য জানার অধিকার রয়েছে। সরকার যেকোন তথ্য মানুষের হাতের নাগালে পৌছে দিতে দেশের সকল বিভাগকে ডিজিটালে রূপান্তরিত করেছে। তবে এই অবাধ প্রবাহকে যেন আমরা সঠিকভাবে ব্যবহার করি, আমাদের কোন তথ্য দ্বারা দেশ এবং জাতির যেন কোন ক্ষতি না হয় সেবিষয়টি খেয়াল রাখতে হবে।