জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে আশা-র উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান

বর্তমান বৈশ্বিক মহামারী করোনাকালীন দূর্যোগপূর্ণ সময়ে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের কাছে ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করল বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।

আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ১০টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব সিলিন্ডার হস্তান্তর করা হয়।

হস্থান্তর অনুষ্ঠানে আশার পক্ষ থেকে জানানে হয় যে, প্রতিটি সিলিন্ডারে ৪৭ লিটার অক্সিজেন আছে, যাহা হবিগঞ্জে এযাবতকালের সব চেয়ে বড় মাপের সিলিন্ডার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ আশার বিভাগীয় প্রধান এ কে এম তারেক, রিজিওনাল ম্যানেজার মোঃ জসিম উদ্দিন, জেলা ম্যানেজার কামাল হোসেন খান, অডিটর শফিকুল ইসলাম, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার ফরিদ আহমেদ লস্কর প্রমুখ।