ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি লি: এর গ্রাহক সেবা মাস উপলক্ষে হবিগঞ্জ শাখার উদ্দোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শাখা প্রধান ও ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ কামরুল আহসান মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী, মাওলানা আলমগীর হোসেন, মাওলানা কাজী নাজমুল হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ নিউজ এর সম্পাদক শরিফ চৌধুরী প্রমূখ৷
অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও বিনিয়োগ বিভাগ প্রধান মোঃ হুমায়ুন কবির সহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর থেকে ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত হয়ে আসছে৷ একমাত্র এই ব্যাংকটিই সুদমুক্ত হয়ে মুদারাবা পদ্ধতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে৷
ইসলামী ব্যাংকের মাধ্যমেই প্রবাসীরা দেশে টাকা পাঠাচ্ছে৷ আর ইসলামী ব্যাংকের মাধ্যমেই সরকার প্রবাসীদের কাছ থেকে সর্বোচ্চ সংখ্যক রেমিট্যান্স আদায় করছে৷
বক্তারা বলেন, ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামি ব্যাংক হলো এই ইসলামী ব্যাংল বাংলাদেশ পিএলসি । এই ব্যাংকটি দেশের সরকারি ও বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে সর্ববৃহৎ ব্যাংক হিসেবে স্থান পেয়েছে। এই ব্যাংক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মূলধনি প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতে দেশের সবচেয়ে লাভজনক ব্যাংকে পরিণত হয়েছে৷
শুধু তাই নয় আন্তর্জাতিক পর্যায়েও টানা ৯ বছর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে বিশ্বের ১,০০০ শীর্ষ ব্যাংকের তালিকায় একমাত্র ও প্রথম বাংলাদেশী ব্যাংক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে৷
বক্তারা আরো বলেন, ব্যাংকিং খাতের পাশাপাশি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। বৃহৎ পরিসরে সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংকটি ইসলামী ব্যাংক ফাউন্ডেশন নামে পৃথক একটি ফাউন্ডেশন গঠন করেছে। প্রতিষ্ঠার পর থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পক্ষে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন সামাজিক কল্যাণ, শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে।