মোহাম্মাদ আফজালঃ বাংলাদেশের পাঠকপ্রিয় ম্যাগাজিন “ইয়ুথ ওয়েব পাঠক ফোরাম” হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ শাখার উদ্যোগে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান এবং এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন কারী কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ (২৯ নভেম্বর) সকাল এগারো ঘটিকার সময় সংগঠন এর বৃন্দাবন সরকারি কলেজ শাখার সভাপতি হুসাইন আহমদের সভাপতিত্বে এবং জেলা শাখার উপদেষ্টা নুরুল হুদা আফজাল এর সঞ্চালনায়, হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন “ইয়ুথ ওয়েব পাঠক ফোরাম” এর কেন্দ্রীয় উপদেষ্টা মোঃ আমিন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির শাবিপ্রবির প্রধান উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম, হবিগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা তারেকুল ইসলাম, শাবিপ্রবির মেধাবী শিক্ষার্থী আবুল হুসাইন, বৃন্দাবন কলেজের শিক্ষার্থী নুরুল ইসলাম নাহিদ, আশরাফুল ইসলাম সুজন।
অনুষ্ঠানে বৃন্দাবন সরকারি কলেজ এর একাদশ শ্রেণিতে অধ্যয়নরত অন্তত দেড় শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠন এর হবিগঞ্জ জেলা শাখার উপদেষ্টা রফিকুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক আব্দুল হাফিজ ভূঁইয়া, সাদ্দাম হোসেন শুভ, আবুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে হবিগঞ্জ এর সর্বোচ্চ বিদ্যাপীঠ বৃন্দাবন সরকারি কলেজে এ বছরে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের নবীন হিসেবে আনুষ্ঠানিক ভাবে বরণ করার পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সফলতা অর্জনের লক্ষে দিক-নির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথি মোঃ আমিন উদ্দিন বলেন, “নিজেদেরকে সমাজে, শিক্ষা প্রতিষ্ঠানে, পরিবারে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে নিজেদেরকে সার্বিকভাবে মেধাবী হিসেবে গড়ে উঠার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।”