হবিগঞ্জে ৪র্থ ধাপে ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ ১৩ এবং বিদ্রোহী ও স্বতন্ত্র ৭। এর মধ্যে বানিয়াচংয়ে ১৪টি ইউনিয়নের ১১ টিতেই নৌকা প্রার্থীরা জয়ী হয়েছেন।
লাখাইয়ে ৬টি ইউনিয়নের ২টিতে নৌকা প্রার্থীরা জয়ী হয়েছেন। দুইটিতে বিএনপি সমর্থিত প্রার্থী এবং দুইটিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন।
বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, বানিয়াচং উপজেলার উত্তর-পূর্ব ইউনিয়নে মিজানুর রহমান খান (নৌকা), উত্তর-পশ্চিম হায়দারুজ্জামান খান ধন মিয়া (নৌকা), দক্ষিণ-পশ্চিম আরফান উদ্দিন (নৌকা), দৌলতপুর মঞ্জু কান্তি দাশ (আওয়ামী লীগ বিদ্রোহী), কাগাপাশা এরশাদ আলী (আওয়ামী লীগ বিদ্রোহী), বড়ইউড়ি ফরিদ আহমেদ (নৌকা), খাগাউড়া মাসুদ কোরাইশী মক্কি (আওয়ামী লীগ বিদ্রোহী), পুকড়া সামরুল ইসলাম (নৌকা), সুবিদপুর জয় কুমার দাশ (নৌকা), মক্রমপুর আহাদ মিয়া (নৌকা), সুজাতপুর সাদিকুর রহমান সাদিক (আওয়ামী লীগ বিদ্রোহী), মন্দরী শেখ সামছুল হক (নৌকা), মুরাদপুর শেখ মিজানুর রহমান (নৌকা), পৈলারকান্দি মো. ফজলুর রহমান (নৌকা)।
লাখাই উপজেলার করাব ইউনিয়নে আব্দুল কদ্দুছ (নৌকা), বুল্লা ইউনিয়নে খোকন চন্দ্র গোপ (নৌকা), মুড়িয়াউক ইউনিয়নে নোমান মিয়া (আওয়ামী লীগ বিদ্রোহী), মুড়াকরি ইউনিয়নে আবুল কাশেম মোল্লা ফয়ছল (আওয়ামী লীগ বিদ্রোহী), বামৈ আজাদ হোসেন ফুরুক (বিএনপি) ও লাখাই সদর ইউনিয়নে আরিফ আহমেদ রুপম (বিএনপি)।