হবিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনিত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপির জন্য ভোট চেয়েছেন ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী।
গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হল রোডে এক অনুষ্ঠানে উপস্থিত মুসল্লীদের নিকট তিনি এমপি আবু জাহির এর জন্য ভোট ও দোয়া চান।
জনপ্রিয় এই বক্তা বলেন, “এমপি আবু জাহির জনগণের জন্য যেভাবে কঠোর পরিশ্রম করছেন তা বিরল ঘটনা। দেশের কল্যাণে এমন লোককে ধরে রাখা জরুরী। সবাই মিলে চতুর্থবারের মতো এমপি আবু জাহিরকে নির্বাচিত করার জন্য অনুরোধ জানাচ্ছি।”
এর আগে মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী এমপি আবু জাহির এর বাসভবনে আসলে তিনি ও তাঁর সন্তান আওয়ামী লীগের আইন উপ কমিটির সদস্য ব্যারিস্টার মোঃ ইফাত জামিল তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।