জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে করোনা শনাক্তের রেকর্ড! স্থানান্তর হল টিকাকেন্দ্র

মোঃ সমরাজ মিয়া, হবিগঞ্জঃ

হবিগঞ্জে গত ২৪ ঘন্টায় ৩৪৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যা এই জেলার করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড।

হবিগঞ্জের সিভিল সার্জন কার্যালয় থেকে শনিবার (৩১ জুলাই) রাতে বিষয়টি জানানো হয়েছে।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোখলেছুর রহমান উজ্জ্বল জানান, গত ২৪ ঘন্টায় হবিগঞ্জ জেলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৯২ জনের করোনা পরীক্ষা করা হয়। এতে ৩৪৮ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়। যা এই জেলার করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড। শনাক্তের হার ৪৩.৯%।

উপজেলাভিত্তিক শনাক্তের সংখ্যা হল, সদর ১৫৭, চুনারুঘাট ৬৪, লাখাই ২, বাহুবল ৯, বানিয়াচং ২৩, নবীগঞ্জ ৪১, মাধবপুর ৪৯ ও আজমিরীগঞ্জ ৩ জন।
এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৪৮৪৩ জন, সুস্থ ২৫০০ জন, মৃত্যু ৩০ জন।

এদিকে, সংক্রমণের ঝুঁকি এড়াতে হবিগঞ্জ সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে কোভিড টিকাকেন্দ্র জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে স্থানান্তর করা হয়েছে।

আজ রবিবার (১ আগস্ট) থেকে স্থানান্তরিত জেলা পরিষদ অডিটোরিয়ামে কোভিডের টিকা দেয়া হবে হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।।