জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কৃষক সমাবেশ ও স্মারকলিপি প্রদান

হবিগঞ্জে ক্ষেতমজুর ও কৃষক সংগঠন হবিগঞ্জ জেলার পক্ষ থেকে কৃষক সমাবেশ এবং স্মারকলিপি প্রদান অনুষ্টিত হয়।

রবিবার (২২ সেপ্টম্বর) হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে কৃষকদের সমাবেশ হয়।

জানা যায়, হবিগঞ্জে বন্যায় জালালাবাদ এলাকায় খোয়াই নদীর ভেঙ্গে যাওয়া বাঁধ অবিলম্বে সংস্কারও ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসলের ক্ষতিপূরণ, আর্থিক সহায়তা ও বিনামূল্যে সার-বীজ- কীটনাশক প্রদানের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন এই সংগঠনের নেতৃবৃন্দ।

 

কৃষকদের সমস্যা সংকট নিরসনের জন্য তারা ৭ দফা দাবী জানিয়েছেন। এই সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জে ক্ষেতমজুর ও কৃষক সংগঠন হবিগঞ্জ জেলার সকল নেতৃবৃন্দ।

 

প্রধান সংগঠক জাফর আলী জানান, আমরা স্মারকলিপি প্রদান করেছি, ডিসি, জেলা কৃষি কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের বরাবর।

এই বন্যায় আমাদের ৩টি ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্থ হয়, বিশেষ করে শাকসবজি এবং আমন ধানের বীজ ডুবে যায়। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি যাতে করে আমাদের কে সরকারের পক্ষ থেকে সাহায্য প্রদান করে।