জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে খেলার মাঠ দখলমুক্তের দাবিতে মানববন্ধন

অপরিকল্পিত নগরায়ন ও দখলের কারণে হবিগঞ্জ শহরের হারিয়ে যাওয়া খেলার মাঠ দ্রুত দখলমুক্ত, সুরক্ষা ও সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও প্রাক্তণ খেলোয়াড়রা।

রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হবিগঞ্জ জেলা ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

পরবর্তীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন ক্রীয়া সংগঠনের নেতৃবৃন্দ।

 

স্মারকলিপিতে বলা হয়েছে, নানা মহলের দখলদারি অপতৎপরতার কারণে অনেকগুলো খেলার মাঠ বিলুপ্ত হওয়ার আশংকা সৃষ্টি হয়েছে। সংকটাপন্ন মাঠগুলোর মধ্যে রয়েছে-  হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার মাঠ,একই এলাকার পোস্ট অফিস মাঠ,

অনন্তপুর আবাসিক এলাকার মাঠ, পুলিশ সুপার অফিসের সন্নিকটে অবস্থিত মাঠ, উমেদনগর ইসলামিয়া আরবিয়া মাদরাসা সংলগ্ন মাঠ, একই এলাকার বড় মাঠ,  যশেরআব্দার খেলার মাঠ, শহরের সন্নিকটে বড় বহুলা এলাকায় সমাজসেবা অধিদপ্তরের মাঠ এবং সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের রামপুর গ্রামের খেলার মাঠ।

 

ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ইব্রাহিম খলিল সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিন্টু রায়ের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, ক্রীড়া সংগঠক সালেহ আহমেদ, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, জেলা ফুটবল টিমের কোচ আজিজুর রহমান আজিজ প্রমুখ।

অবিলম্বে দখলকৃত মাঠগুলো পুনরুদ্ধার করার জন্য জোড় দাবি জানিয়েছেন বক্তাগণ।