বাংলাদেশে গণপরিবহনে ৬০% ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এবং অবিলম্বে প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট হবিগঞ্জ জেলার আয়োজনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার(২ জুন) দুপুর ১২ টায় চৌধুরী বাজার খোয়াই মুখে শারীরিক দূরত্ব বজায় রেখে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাম জোটের নেতা, সিপিবি হবিগঞ্জ জেলার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী,বাসদ হবিগঞ্জ জেলার সমন্বয়ক এড.জুনায়েদ আহমেদ,গণতান্ত্রিক আইনজীবী সমিতির আহবায়ক এড.রনধীর দাস,সিপিবি নেতা মহিবুর নুর চৌধুরী ইমরান, বাসদ নেতা হুমায়ন খান, এ.আর.সি. কাউসার প্রমূখ।
তারা খুব শীগ্রই যেনো ভাড়া বৃদ্ধি প্রত্যাহারের করে সেই দাবি জানান।