জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে গণপরিবহনে মামলা ও জরিমানা

হবিগঞ্জে গণপরিবহনে সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ভ্রাম্যমাণ মোবাইল কোর্টের মাধ্যমে মামলা ও জরিমান আদায় করা হয়।

বৃহস্পতিবার (১০জুন) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বর্ণালী পাল এ ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গণপরিবহনে যাত্রী পরিবহন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৪টি মামলা এবং ২হাজার ৭শত টাকা জরিমানা আদায় করা হয়।

সরেজমিন দেখা যায়, গণপরিবহনে সরকারী আদেশ অমান্য করে নিজেদের ইচ্ছেমত যাত্রী পরিবহন এবং ভাড়া আদায় করছে, যাহা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হয়েছে।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বর্ণালী পাল বলেন, আমাদের এধরণের অভিযান নিয়মিত চলমান থাকবে, সরকারী আদেশ ও স্বাস্থ্যবিধি অমান্য করে কেউ কোন ধরণের যানবাহনে যাত্রী পরিবহন করা যাবেনা।