জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযানের আলোচনা সভা

“জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি একসাথে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে হবিগঞ্জে ইদুর নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

মাসব্যাপি এ অভিযানের অংশ হিসেবে আজ মঙ্গলবার ২৬ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে এবং জেলা কৃষি বিভাগের আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মোহাম্মদ জাকারিয়া, উপপরিচালক কৃষিবিদ মোঃ তমিজ উদ্দিন খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল প্রমুখ।

সভায় জানানো হয়, মাস ব্যাপি এ অভিযান চলবে।আমাদের দেশে উৎপাদিত খাদ্যের একটি অংশ ইদুর নষ্ট করে ফেলে, বিশেষত ফসলের মাঠে, গোদামজাতকরণের সময় আমাদেরকে আরেকটু সর্তকতা অবলম্বন করা দরকার। আমরা সবাই যদি নিজেরা একটু সর্তক হই, তাহলে আমাদের কষ্টে উৎপাদিত ফসল বাচানো সম্ভব।