নিজস্ব প্রতিনিধিঃ ‘সঞ্চয় সমৃদ্ধির সোপান’-কে সামনে রেখে হবিগঞ্জে জাতীয় সঞ্চয় সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে জেলা সঞ্চয় অফিসের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল।
জনতা ব্যাংক হবিগঞ্জের এজিএম মর্তুজ আলীর সভাপতিত্বে এবং জেলা সঞ্চয় অফিসের সাবেক সহকারি পরিচালক দিপ্তী রানী মোদকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনসার ভিডিপি কর্মকর্তা বীরেন্দ্র কুমার দেব।