হবিগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় জেলা শহরের সুরবিতান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা জাসদ সভাপতি তাজ উদ্দিন আহমেদ সুফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামালের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ।
বিশেষ অতিথি ছিলেন জাসদের প্রতিষ্ঠাকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জাহেদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য জিয়াউল হাসান তরফদার মাহিন ও জেলা জাসদের সহ সভাপতি সৈয়দ কামরুল ইসলাম।
বক্তব্য রাখেন জাসদ নেতা মিনহাজ উদ্দিন খান লেচু, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক শাহ আশিকুর রহমান, দপ্তর সম্পাদক গোলাম সরোয়ার জাহান লিটন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সোহরাব খান, চুনারুঘাট উপজেলা জাসদ সভাপতি মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক কামরুল হোসাইন, বাহুবল উপজেলা সভাপতি আবদুল কাইয়ুম মাহমুদ, সদর উপজেলা সভাপতি মোঃ সাইদুল হক, সাধারণ সম্পাদক মোঃ মাসুক মিয়া, জেলা জাসদের অর্থ সম্পাদক স্বপন দেব উজ্জ্বল, সদস্য সালাউদ্দিন সাইদ, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মান্না প্রমুখ।