হবিগঞ্জে আজ নতুন করে আরো ২ জনের করোনা শনাক্ত। ১জন লাখাই এর এবং অন্যজন বাহুবল এর বলে জানা গেছে।
গতকাল দুপুরে পাওয়া খবরে আক্রান্ত ছিল ১২ জন রোগী। পরবর্তীতে সন্ধ্যার পর আরও ৬ জন সহ মোট রোগীর সংখ্যা দাঁড়ায় ৭২ জনে।
আজ নতুন করে ০২ জন সনাক্ত হওয়ায় এপর্যন্ত জেলায় মোট শনাক্ত ৭৪ জন করোনা পজিটিভ।