বিল্লাল আহমেদ: হবিগঞ্জে নাগরিক প্লাটফর্ম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মার্চ)দুপুর ২ ঘটিকায় শহরের বি জামান সড়কের কিচেন -২০ রেস্টুরেন্ট হলরুমে নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক অধ্যাপক ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব বন্ধু মঙ্গল রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় এনজিও সংস্থা রুপান্তর এর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী কাজী মফিজুর রহমান প্রকল্পের পরিচিতি ও কার্যক্রম তুলে ধরেন। আলোচনায় অংশ নেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জাহানারা খাতুন , চাঁদ সুলতানা চৌধুরী , ফজলুর রহমান, , বাবুল মল্লিক,ইয়াসিন মিয়া,বাহার উদ্দিন, মহিউদ্দিন আহমেদ রিপন, আনিসুজ্জামান, হারুনুর রশীদ চৌধুরী, বাদল রায়, এডভোকেট শায়লা খান,আস্থা প্রকল্পের মনিটরিং অফিসার লাইলী আক্তার প্রমুখ।
সভায় যুব ফোরাম এর উপজেলা কমিটির সদস্য সহ যুব সমাজের উন্নয়নে নাগরিক প্লাটফর্ম এর করনীয় বিষয়ে আলোকপাত করা হয়।
যুব ও যুবমহিলাদের নিজেদের উন্নয়ন ও সমাজের উন্নয়নে কাজ করতে উদ্বুদ্ধ করতে ও সার্বিক সহযোগিতা করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালাতে প্রত্যয় ব্যক্ত করেন বক্তগন।