হবিগঞ্জে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন৷ একইসাথে বৈশাখী মেলাও অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ শহরের কয়েকটি এলাকায়৷
বৃন্দাবন সরকারী কলেজের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বেলা ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: জামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক আলহাজ্ব আহমেদ আলী মুকিব সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ৷ পরে কলেজের বটতলায় পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
পহেলা বৈশাখে প্রতিবছরের ন্যায় এবারও বর্ষবরণ অনুষ্ঠান করেছে হবিগঞ্জের সংগীতাঙ্গনের প্রাচীনতম সংগঠন সুরবিতান ললিতকলা একাডেমি৷ সকাল ১০ টায় সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে দিবসটি শুরু করে সুরবিতান ললিতকলা একাডেমি৷ সুরবিতানের সাধারণ সম্পাদক আবুল ফজলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ জেল৩া পরিষদের প্রধান নির্বাহী মো নুরুল ইসলাম৷ বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, কবি অপু চৌধুরী, মোজাম্মেল হোসেন, প্রমূখ৷ পরে সুরবিতানের শিল্পীরা কবিতা আবৃত্তি, নৃত্য ও গান পরিবেশন করেন৷
এদিকে হবিগঞ্জ শহরের চিল্ড্রেন পার্কে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে শাপলা সংসদ৷ মেলায় শিশুদের নাগরদোলা, বিভিন্ন রকমের পিঠা ও বাহারী ধরনের খাবারের ষ্টল বসেছে মেলায়৷ এ উপলক্ষে সোমবার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ শাপলা সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোশফিক আহমেদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আলহাজ্ব আহমেদ আলী মুকিব৷ পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷