সৈয়দ আব্দুল মান্নানঃ হবিগঞ্জে নিজের বেতনের টাকায় অসহায় মানুষের ঘরে খাবার পৌছে দিচ্ছেন এ.এস.পি পারভেজ আলম চৌধুরী। বিশ্বজুড়ে “করোনা”দুর্যোগে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ-বাহুবল সার্কেলের এএসপি পারভেজ আলম চৌধুরী সচেতনতার বার্তা নিয়ে প্রতিনিয়ত চষে বেড়াচ্ছেন “বাজার থেকে গ্রামীন জনপদে ।
জীবনের ঝুঁকি নিয়ে “ভয়কে জয়” করা তার এ ক্লান্তিহীন পরিশ্রম নজর কেড়েছে সাধারণ মানুষের। তিনি তাঁর সরকারী দায়িত্বের পাশাপাশি বাহুবল – নবীগঞ্জের অসহায় মানুষের পাশে খাবার নিয়ে নীরবে দাড়াচ্ছেন। ঈদ পালনে যারা সন্তানদের নিয়ে বিপাকে পড়েছেন তাদের ঘরে ঘরে নীরবে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
এমন মানবিক একজন পুলিশ কর্মকর্তা সান্নিধ্য পেয়ে আত্মতৃপ্তি লাভ করেছে বাহুবল – নবীগঞ্জ উপজেলা বাসী।ঈদ ঘনিয়ে আসলেও থেমে নেই তাঁর এ মহৎ কার্যক্রম।