হবিগঞ্জ শহরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হয়েছে।
ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ ও মসজিদ সম্বনয় পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিভিন্ন সংগঠনের ব্যানারে জশনে জুলুছ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিভিন্ন মসজিদ ও মাদরাসা থেকে খন্ড খন্ড জশনে জুলুছ সহকারে শোভাযাত্রা শহরের প্রধান প্রধান রাস্তা পদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ নিমতলায় জড়ো হয়।
সেখানে আলোচনা সভায় স্থানীয় আলেম ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ এবং আমন্ত্রিত অতিথিগণ অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসকের কার্যালয়স্থ নিমতলায় গিয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা এবং আখেরী মোনাজাতের মধ্য দিয়ে জশনে জুলুস শেষ হয়।
হবিগঞ্জে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে হাজার হাজার নবী প্রেমিকরা অংশ গ্রহন করেন।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে।