জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

হবিগঞ্জে করোনা ভাইরাসজনিত কারণে ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়।

রবিবার (১৮জুলাই) বেলা ১টায় শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের সহয়তায় ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে এসকল সহায়তা প্রদান করা হয়।

মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপরিচালক (উপসচিব) স্থানীয় সরকার তৌহিদ আহমেদ সজল, জেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সহাকরী কমিশনার মোঃ শোয়েব শাত-ঈল ইভান, সময় টিভির জেলা প্রতিনিধি রাশেদ খান প্রমুখ।

এসময় ১০০ জনক্ষতিগ্রস্থ ও দুঃস্থ নারী পুরুষের মাঝে পুরুষের মাঝে ৫কেজি চাল, ৫ কেজি আলু, ১লিটার তেল, ১কেজি ফিয়াজসহ বিভিন্ন খাদ্য সহয়তা প্রদান করা হয়।