হবিগঞ্জে ফাইজার টিকার আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১১টায় হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে এ কার্যক্রমের উদ্ধোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মোখলেছুর রহমান উজ্জল, তত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ আমিনুল হক সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মমিন উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন চৌধুরী, জেলা ইপিআই সুপারিনটেন্ডেন্ট মোঃ মোশাররফ হোসেন, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট নিখিল রঞ্জন শর্মা প্রমুখ।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মোখলেছুর রহমান উজ্জল জানান, হবিগঞ্জে মোট ১৬ হাজার ৩শত ১৮টি ফাইজারের টিকা এসেছে। মওজুদ সাপেক্ষে সবাইকে দেওয়া হবে, তবে প্রবাসীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরো বলেন, ফাইজার টিকা প্রদানের জন্য শীতাতপনিয়ন্ত্রিত কক্ষের প্রয়োজন বিধায় আমরা নতুন ভবনের একটি শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে টিকা প্রদানের ব্যবস্থা করেছি।
সারা দেশে ১৯টি জেলায় এই টিকা প্রদান করা হচ্ছে, তার মধ্যে হবিগঞ্জ জেলা একটি।