হবিগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সকালে প্রধান অতিথি হিসেবে এ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ পৌর সভার মেয়র আতাউর রহমান সেলিম।
পরে দুপুর হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীমের নেতৃত্বে এ ত্রাণ বিতরণ করা হয়।
চেম্বার নেতৃবৃন্দ হবিগঞ্জ সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয়, রিচি চক বাজার, রিচি মাদ্রাসা এবং হবিগঞ্জ শহরের ৪টি স্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও বেঁধে পল্লীতে ত্রাণ বিতরণ করেন।
তাঁরা প্রত্যেকটি পরিবারকে বিশুদ্ধ পানির বোতল, চিড়া, গুর, লবন, মোমবাতি, বিস্কুট, খাওয়ার স্যালাইন, দেয়াশলাইসহ আরও কয়েক ধরনের পন্যের একটি করে প্যাকেট তুলে দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, রিচি যুব সংঘের সাধারণ সম্পাদক জিতু মিয়া, রিচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর সালাহ উদ্দিন টিটু।
এছাড়াও উপস্থিত ছিলেন, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু হেনা মোস্তফা কামাল, পরিচালক আব্দুর রহমান, শেখ জামাল, শেখ আনিসুজ্জামান, জেলা আওয়ামী লীগের সদস্য সায়েদুজ্জামান জাহির, যুবলীগ নেতা বিপ্লব রায় চৌধুরী, শফিকুজ্জামান হিরাজ, মঈন উদ্দিন চৌধুরী সুমন, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।