হবিগঞ্জে বাম জোটের রাস্তা অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
করোনা টেস্টে ফি নির্ধারনের চক্রান্ত বাতিল করে বিনামূল্যে চিকিৎসা, পাট কল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, বছরে একাধিক বার গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধির আইন বাতিল সহ ৫ দফা দাবিতে বাম জোট কেন্দ্রীয় ভাবে জেলায় জেলায় রাজপথ অবরোধের কর্মসূচীর অংশ হিসেবে হবিগঞ্জে এ কর্মসূচি পালন করে।
আজ বৃহস্পতিবার(২ জুলাই) সকাল ১১ টায় বাম জোট হবিগঞ্জ জেলার উদ্যোগে টাউন হল প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ ও পরবর্তীতে মিছিল করে
চৌধুরী বাজার মোড়ে রাজপথে অবরোধ কর্মসূচী পালন করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বাম নেতারা উপস্থিত ছিলেন।