হবিগঞ্জ শহরতলীর পেট্টোল পাম্প এলাকায় বিদুৎস্পৃষ্ট হয়ে আয়াত আলী (৪০) নামের এক কৃষক মারা গেছেন। তিনি বহুলা ঠিকাদার বাড়ি এলাকার মকবুল হোসেনের পুত্র।
১৪ মার্চ সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ দিকে এ ঘটনায় নিহতের আত্মীয়সহ গ্রামবাসী হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ৩ নং পুল পেট্টোল পাম্প সড়কে ব্যারিকেড দেয়। এ ঘটনায় বিদুৎ কর্মকর্তাদের দায়ি করে সড়ক অবরোধ করা হয়।
নিহত আয়াত আলী একজন কৃষক। তিনি সকালে গরুর ঘাস কাটতে সরকারি শিশু সদনের পাশের মাঠে যান। অসাবধানতাবশত মাটিতে পড়ে থাকা তারে জড়িয়ে পড়লে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে আনা হয় সকাল ৮ টার দিকে। এসময় দায়িত্বে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে এর প্রতিবাদে উত্তজিত জনতা ও নিহতের আত্মীয়রা সড়কে ব্যারিকেড দেয় সকাল সাড়ে ১০ টার দিকে।
বেলা ১২ টার দিকে ট্রাফিক পুলিশসহ সদর থানা পুলিশ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।