জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে বিপন্ন প্রজাতির ৩টি তক্ষক অবমুক্ত

হবিগঞ্জে বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী তিন টি তক্ষক অবমুক্ত করেছে বনবিভাগ । তবে জেলার স্থানীয়রা এটিকে কক্কা নামে ডাকে । যার মূল্য এই তিনটি তক্ষক ৩ কোটি টাকা ।

জানাযায় , গত রোববার ( ২৭ অক্টোবর ) হবিগঞ্জের লাখাই থানার এসআই মৃদুল ভৌমিক সোমবার (২৮ অক্টোবর ) হবিগঞ্জ বনবিভাগের কাছে তিনটি তক্ষক এনে হস্তান্তর করা হয় । পরে হবিগঞ্জ সদর উপজেলা ভাদৈ এলাকায় বনবিভাগের পাশের জঙ্গলে তিনটি তক্ষক অবমুক্ত করে বনবিভাগ কর্মকর্তা ।

এ তক্ষক নিয়ে এলাকায় চলছে নানামুখী আলোচনা । যার মামলা নং – জিআর ২২৪/২০২৪।

 

এ ব্যাপারে হবিগঞ্জ রেঞ্জের বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন , এ গুলো বন্যপ্রাণী । এ গুলো প্রকৃতির ক্ষতিকর অন্যান্য প্রাণী গুলো পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে থাকে । এ বনবিভাগের রেঞ্জের জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সাব রিনা সাঈদা শিমু এ প্রতিনিধিকে বলেন , এক শ্রেণির কিছু ব্যক্তিরা এই তক্ষক ধরে চীন, থাইল্যান্ড বিক্রি করে । আর অনেক মূল্য দিয়ে বিদেশিরা ক্রয় করে নিচ্ছে । এশিয়ান প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা ও আধুনিক চিকিৎসায় হাঁপানি , এইডস , ডায়াবেটিস , ক্যান্সার ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় । তবে এটি ক্যান্সার ও ডায়াবেটিস রোগের ওষুধের কাচামাল হিসেবে ব্যবহৃত হয় ।