জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

“অধিকার ও পছন্দসই মুল কথা ঃ প্রজননস্বাস্থ্য ও অধিকার প্রাধান্য পেলে কাংখিত জন্মহারে সমাধান মেলে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়।

১১জুলাই রবিবার দুপুর সাড়ে ১২টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

উপপরিচালক পরিবার পরিকল্পনা মোঃ আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা মীর সাজেদুর রহমানের সঞ্চালনায় এসময় ভার্চুয়ালী সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, ডিস্ট্রিক্ট কন্সালটেন্ট ডাঃ মোঃ আব্দুর রব মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রওশন আরা বেগম, মামনি জেলা সমন্বয়কারী দিলীপ চন্দ্র দাস, এসএসিএমও মোঃ ফরাস উদ্দিন, পরিবার কল্যাণ পরিদর্শকা নুরজাহান বেগম, পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজু আহমেদ, পরিবার কল্যাণ সহকারী গীতা রাণী গোপ, প্রমুখ।

উল্লেখ্য যে, সিলেট বিভাগীয় শ্রেষ্ঠ পুরস্কারের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, পরিবার কল্যাণ পরিদর্শকা নুরজাহান বেগম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হাই কামাল, এসএসিএমও মোঃ ফরাস উদ্দিন।