জলাতঙ্ক ভয় নয়, সচেতনতায় জয়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ত্তত্বাবধায়ক ডাঃ মোঃ আমিনুল হক সরকার, সিভিল সার্জন অফিসের মেডিকপল অফিসার ডাঃ ওমর ফারুক, পুলিশ সুপারের প্রতিনিধি, চিকিৎসক, নার্স এবং জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় জানানো হয় যে, কুকুর বিড়াল শিয়াল বেজির কামড়ে আচড়ে সাথে সাথে সাবান-পানি দিয়ে ১৫ মিনিট আক্রান্ত স্থান ধৌত করে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্ক টিকা নিতে হবে।
তাছাড়া জেলা সদর হাসপাতাল এবং উপজেলা হাসপাতালে বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান করা হয়।