জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন

“ডিজিটাল সাদাছড়ি, নিরাপদে পথ চলি” এই প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২১ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মোহাম্মদ জাকারিয়া ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহাকারী কমিশনার আমেনা খাতুন, বিটিভি হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান সাদেক, হবিগঞ্জ প্রতিবন্ধী কল্যাণ সমিতির ইজাবত উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক প্রতিবন্ধী কল্যাণ সমিতির জালাল উদ্দীন

অনুষ্ঠানে ১০জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে ডিজিটাল সাদাছড়ি বিতরণ করা হয়। এই সাদাছড়ি দৃষ্টি প্রতিবন্ধীকে চলার পথে কোন বাধার সম্মুখীন হলে আগে থেকে সর্তক করে দেবে, এতে করে

বক্তাগণ বলেন, দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজের বুঝা নয়, তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম করে তুলতে কাজ করছে। দেশের সকল প্রতিবন্ধীকে সরকারী ভাতার আওতায় আনা হয়েছে।