জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে ভ্যাপসা গরমে বেড়েছে ডাবের দাম, তৃষ্ণা মেটাচ্ছে লেবুর শরবত

সারাদেশের মতো গত কয়েকদিন ধরে হবিগঞ্জে ভ্যাপসা গরম শুরু হয়েছে। এতে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রচন্ড গরমে মানুষ শহরের বিভিন্ন স্থানে লেবুর শরবত, আখের রস, ডাবের শরবত খেয়ে তৃষ্ণা মেটাচ্ছেন।

গরম পড়ার কারণে ডাবের দাম বেড়ে গেছে দ্বিগুণ থেকে তিনগুণ। অসাধু বিক্রেতারা মানুষের সুযোগকে কাজে লাগিয়ে অতিরিক্ত দাম আদায় করছেন।

কয়েকজন ক্রেতা জানান, আগে যে ডাব বিক্রি হতো ৪০ থেকে ৫০ টাকায় বর্তমানে তা বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। তাছাড়া লেবু, আখের রসসহ বিভিন্ন জাতের শরবতের দাম অপরিবর্তিত রয়েছে।

গতকাল সরেজমিনে হবিগঞ্জ সদর হাসপাতালের প্রবেশ মুখে ডাবের অবৈধ দোকান পাওয়া যায় এবং ক্রেতারা অতিরিক্ত দামে ডাবের পানি পান করছেন।

থানার মোড়ে লেবুর রস বিক্রেতা লাখাই উপজেলার সিংহগ্রামের হাদিস মিয়ার পুত্র এনু মিয়া ও আখের রস বিক্রেতা শিষ আলী জানান, আমরা লেবুর রস ৫ টাকা ও আখের রস ১০ টাকা বিক্রি করছি। এতেই আমরা সন্তোষ্ট। গরম বেশি হওয়ায় প্রতিদিন হাজার থেকে ১৫শ টাকা বিক্রি করছি। এতে আমাদের ৫শ থেকে ৭শ টাকা লাভ হয়। কিন্তু ডাব বিক্রেতারা অতিরিক্ত দাম আদায় করছে। আমাদের বিরুদ্ধে কারো অভিযোগ নেই।