হবিগঞ্জে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকল্পে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
আজ সোমবার ১২ এপ্রিল সকাল ০৯.০০ ঘটিকায় করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকল্পে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, হবিগঞ্জ সদরের ব্যবস্থাপনায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে এটি আয়োজিত হয়।