জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

হবিগঞ্জে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদ কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মোঃ মুশফিক হুসেন চৌধুরী।

হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যেগে আয়োজিত এবং ইউএসএআইডির অর্থায়নে মামনি এমএনসিএস প্রকল্পের সহায়তায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপপরিচালক স্থানীয় সরকার (উপসচিব) তওহিদ আহমেদ সজল, উপপরিচালক পরিবার পরিকল্পনা ডাঃ নাসিমা খানম ইভা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল, শিশু কনসালটেন্ট ডাঃ আশরাফ উদ্দিন, সেইভ দা চিলড্রেন এর ডাঃ যতন ভৌমিক প্রমুখ।

মুল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডাঃ ওমর ফারুক। কর্মশালায় জেলার মাতৃ ও শিশু স্বাস্থ্য ব্যবস্থা এবং জেলা পরিষদের স্টান্ডিং কমিটির ভুমিকা এবং জেলা স্বাস্থ্য বিভাগের সাথে জেলা পরিষদের কার্যকরী সমন্বয় ও কৌশল নিয়ে আলোচনা করা হয়।

তাছাড়া বক্তাগন বলেন, বর্তমান সরকার মাতৃ ও শিশু স্বাস্থ্য উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে,
স্বাস্থ্য বিভাগের সাথে স্থানীয় সরকার বিভাগ যদি সমন্বিতভাবে কাজ করে তাহলে হবিগঞ্জের মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন করা সম্ভব।