হবিগঞ্জের বাহুবলে নিজ বাড়ি থেকে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার দিগম্বর গ্রামের ওই বাড়ি থেকে সকালে মরদেহদুটি উদ্ধার করে বাহুবল থানা পুলিশ।
নিহতরা হলেন অঞ্জলি (৩৫) ও তার মেয়ে পূজা (৮)। অঞ্জলির স্বামীর নাম সঞ্জিত। ঘটনাস্হলে মা-মেয়ের মরদেহ পাওয়া গেলেও বাড়িতে ছিলেন না সঞ্জিত।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমগীর কবির ঘটনাটি নিশ্চিত করে বলেন, বাড়িতে আর কাউকেই পাওয়া যায়নি। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সেখানে গিয়ে ঘরের ভেতরে গলাকাটা মরদেহ দুটি পড়ে থাকতে দেখে পুলিশ। দুটি মরদেহেরই গলা কাটা ছিল। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় তাদের হত্যা করা হয়।
তবে বিস্তারিত কোনো তথ্য এখনও নিশ্চিত করে জানায়নি পুলিশ। লাশ পোস্ট মর্টেমের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷