হবিগঞ্জে লকডাউনের অজুহাতে বেপরোয়া পায়েচলা এবং ব্যাটারীচালিত রিকশা। এতে চরম ভোগান্তির পাশাপাশি বাড়তি টাকা গুনতে হচ্ছে সাধারণ মানুষের। সীমিত পরিসরে লকডাউনের ২দিনে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, যাত্রী এবং রিকশা চালকদের সাথে ঝাগড়া আর হাতাহাতির দৃশ্য।
অফিসগামী এবং জরুরী প্রয়োজন শহরমুখী মানুষরা জানান, লকডাউনের অজুহাতে মানুষকে জিম্মি করে ১০টাকা ভাড়ার স্থলে ৩০/৪০ টাকা আদায় করছে রিকশা ড্রাইভার ।
এদিকে সদর উপজেলার বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন উপজেলা থেকে সিএনজি অটোরিকশাসহ অন্যান্য যানবাহন দিয়ে আসা মানুষ শহরের প্রবেশমুখে এসে পুলিশের বাধার সম্মুখীন হচ্ছে , বাধ্য হয়ে রিকশা দিয়ে শহরে প্রবেশ করছে তারা। আর এই সুযোগে রিকশাওয়ালারা হাতিয়ে নিচ্ছে ইচ্ছেমত টাকা।
সাধারণ মানুষের দাবি, প্রশাসনকে এবিষয়ে নজরদারী এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।
এদিকে শহরের ২নং পুলে দেখা যায়, পুলিশ শহরের যানবাহন ঢুকতে বাধা দেওয়ায় যাত্রীরা ওই স্থানে নেমে পায়ে হেটে কিংবা রিকশাযোগে শহরে প্রবেশ করছেন।