দীর্ঘদিনের প্রত্যাশিত হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনে করোনা আক্রান্ত রোগীদের জন্য ৬ হাজার লিটার ধারন সম্পন্ন অক্সিজেন সরবরাহের জন্য লিকুইড অক্সিজেন টেংকের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নির্মিত এই লিকুইড অক্সিজেন টেংকের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়।
এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক জনাব ইশরাত জাহান।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম, হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ আমিনুল হক সরকার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেসুর রহমান উজ্জল।
অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রন্জন দে, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহনী বেগম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী, অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডি বাংলাদেশ এর প্রতিনিধি ইন্জিনিয়ার ফাহিম আহমেদ প্রমূখ।