জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

০১ ডিসেম্বর শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলার ৪ টি উপজেলায় হবিগঞ্জ সদর,বাহুবল, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলায় দেশের সর্ববৃহৎ বেসরকারী বৃত্তি শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২৩ অনষ্ঠিত হয়।

জেলার প্রতিটি উপজেলা পরীক্ষা কেন্দ্রের হল পরিদর্শন করেন শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়ক শাহজাদা সৈয়দ মোহাম্মদ আলী বশনী ও সদস্য সচিব এম এ কাদির।
হবিগঞ্জ সদর উপজেলা জোনের পরীক্ষা হবিগঞ্জ বার্ডস কেজি এন্ড হাই স্কুলে অনুষ্ঠিত হয়,কেন্দ্র প্রধানের দায়িত্বে ছিলেন জনাব হাবিবুর রহমান,কেন্দ্র সচিব মোঃ জাহাঙ্গীর আলম, উপ পরিচালক নিয়ন্ত্রন হাফেজ সাইফুর রহমান, বুরহান উদ্দিন, সুমন আহমেদ জামী,জেলা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ
এবি এম আবিদুর রহমান,পরিদর্শন করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি তাহির উদ্দিন সিদ্দিকী, দি ল্যাব ইট হাসপাতেল পরিচালক জনাব মশিউর রহমান শামীম প্রমুখ।

বাহুবল উপজেলা জোনের পরীক্ষা মিরপুর আলিফ সুবহান চৌধুরী সরকারী কলেজে অনুষ্ঠিত হয়,কেন্দ্র প্রধানের দায়িত্বে ছিলেন মাওলানা শামসুদ্দিন , কেন্দ্র সচিব আনোয়ার হোসেন, উপজেলা পরিচালক হাফেজ আবুল কাশেম, উপ পরিচালক মহসিন মিয়া ও হাফেজ শাহীন আলম,জেলা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আফসার মিয়া,কেন্দ্রটি পরিদর্শন করেন আলিফ সুবহান চৌধুরী সরকারী কলেজের প্রভাষক ও দি হোপ ইন্টারন্যশনার স্কুল এন্ড কলেজের পরিচালক আয়ূব আলী, সানশাইন মডেল হাই স্কুলের সভাপতি এম শামছুদ্দিন,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাহুবল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা প্রভাষক মুফতি ফেরদাউস আহমেদ,বাহুবল কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মাষ্টার মখলিছুর রহমান প্রমুখ।

শায়েস্তাগঞ্জ উপজেলা জোনের পরীক্ষা শায়েস্তাগঞ্জ আইডিয়াল একাডেমিতে অনুষ্ঠিত হয়,কেন্দ্র প্রধানের দায়িত্বে ছিলেন প্রভাষক নুরুল আলম সিরাজী,কেন্দ্র সচিব ডাঃ মাওলানা আব্দুল কাদির,, জেলা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন আবাদুস সামাদ,উপজেলা পরিচালক মামুন পারভেজ,পরিদর্শন করেন শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাব উদ্দিন, ইসলামী ফ্রন্ট নেতা আব্দুল ওয়াহেদ বাচ্চু, মোঃ সেলিম মিয়া,শায়েস্তাগঞ্জ আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক সালাহ উদ্দিন,জালাল উদ্দিন রুমি প্রমুখ।

মাধবপুর উপজেলা জোনের পরীক্ষা মাধবপুর প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়, কেন্দ্র প্রধানের দায়িত্ব পালন করেন প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুছা মিয়া,কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সাইফুল হক মির্জা,জেলা পরিচালা কর্মতর্তা হিসেবে ছিলেন মুহাম্মদ জালাল উদ্দিন,উপজেলা পরিচাল খন্দকার জহির, উপ পরিচালকের দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম, কেন্দ্র পরিদশন করেন মাধবপুর উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিন মিয়া, মোঃ ইব্রাহিম মিয়া, হাফেজ মাওলানা মির্জা হাসান আলী,বাংলাদেশ ছাত্রসেনা কেন্দ্রীয় সহ সভাপতি আরিফ আহমেদ,  নাহিদুল ইসলাম ডালিম প্রমুখ।

হবিগঞ্জ জেলা জোনের সমন্বয়ক শাহজাদা সৈয়দ মোহাম্মদ আলী বশনী জানান মেধাবীদের মূল্যায়নের জন্য এই শিক্ষা বৃত্তি নেওয়া হয়।

কৃতি শিক্ষার্থীদের ট্যালেন্ট,এ গ্রেড ও সাধারণ গ্রেডে শিক্ষা সামগ্রী/ নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। তিনি বলেন, ভবিষ্যতে যেন এ পরীক্ষা অব্যাহত থাকে এজন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করি। আগামী ১ লা ফেব্রুয়ারী সারা দেশে এক যুগে www.halimliakot.net ফলাফল প্রকাশ করা হবে।