জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। আজ (১৪ মার্চ) বিকাল ৩.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, স্থানীয় সরকারের উপপরিচালক তাওহীদ আহমদ সজল, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনৈতিক অঙ্গসংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং গণমান্য ব্যক্তিবর্গ।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার বিভিন্ন উপকমিটির সদস্যদের নাম পড়ে শোনান এবং প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন আমলে গ্রহণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে প্রেরিত খসড়া জাতীয় কর্মসূচি এবং সে অনুসারে হবিগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচি পড়ে শোনান এবং উপস্থিত বিভিন্ন উপকমিটির সদস্যবৃন্দের মূল্যবান মতামত গ্রহণ করেন।