জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে ২১ ইউনিয়নে বিজয়ী আওয়ামী লীগ ৮, স্বতন্ত্র ১৩

উৎসবমুখর পরিবেশে ৩য় ধাপে হবিগঞ্জ সদর উপজেলা ইউপি নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে চারটিতে নৌকা ও ৪টিতে স্বতন্ত্র-বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

তারা হলেন, সদর উপজেলার ১নং লোকড়া ইউনিয়নে মোটর সাইকেল প্রতীকে কাওসার আহমেদ শামীম, ২নং রিচি ইউনিয়নে নৌকা আব্দুর রহিম, ৩নং তেঘরিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল মোতালিব, ৪নং পইল ইউনিয়নে ঘোড়া প্রতীকে সৈয়দ মঈনুল হাসান আরিফ, ৫নং গোপায়া ইউনিয়নে ঘোড়া প্রতীকে আব্দুল মন্নান, ৬নং রাজিউড়া ইউনিয়নে নৌকা প্রতীকে বদরুল আলম দুলাল, ৯নং নিজামপুর ইউনিয়নে আনারস প্রতীকে তাজ উদ্দিন আহমেদ তাজ ও ১০নং লস্করপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাহবুবুর রহমান হিরু জয়ী হয়েছেন।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে মোট ৮০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

তবে কোনো বড় ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও সন্ধ্যার দিকে ৫নং গোপায়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বহুলা সরকারি মডেল স্কুলে একদল দুর্বৃত্ত ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করে।

এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাঁধা দিলে তাদের সাথে ধাওয়া হয়। পরে টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় ওই কেন্দ্রে ভোট গননা স্থগিত করা হয়।

পরে রাত ১০টার দিকে নির্বাচন কমিশনার সাদেকুল ইসলাম ওই কেন্দ্রের ভোট ঘোষণা করেন এবং আব্দুল মন্নানকে জয়ী ঘোষণা করেন।

নবীগঞ্জঃ উৎসবমুখর পরিবেশে ৩য় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাত্র ৪টি ইউনিয়নে বিজয়ী হয়েছেন।

বাকি ৯টি ইউনিয়নে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন।

উপজেলা নির্বাচন কমিশন সূত্রের শেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত জানা গেছে, চেয়ারম্যান পদে বেসরকারিভাবে এগিয়ে আছেন চেয়ারম্যান পদে ১নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী রঙ্গলাল দাশ (ঘোড়া), ২নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আক্তার হোসেন ছুবা (নৌকা), ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী নোমান হোসেন (ঘোড়া), ৪ দীঘল বাক ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মো. ছালিক মিয়া (আনারস), ৫নং আউশকান্দি ইউনিয়নে দিলওয়ার হোসেন (নৌকা), ৬নং কুর্শি ইউনিয়নে সৈয়দ খালেদুর রহমান (আনারস), ৭নং করগাঁও ইউনিয়নে নির্মললেন্দু দাস রানা (ঘোড়া), ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নে হাবিবুর রহমান (নৌকা), ৯নং বাউসা ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শিশু (আনারস), ১০ নং দেবপাড়া ইউনিয়নে সুমন, ১১নং গজনাইপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিদ্রোহী প্রার্থী ইমদাদুর রহমান মুকুল (আনারস), ১২নং কালিয়ার ভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমদাদুল হক চৌধুরী (আনারস), ১৩নং পানিউমদা ইউনিয়নে ইজাজুর রহমান (নৌকা)।