নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জে ২ চেয়ারম্যান প্রার্থী ও ৩ ভাইস-চেয়ারম্যান প্রার্থী নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল কবির মুরাদ।
চেয়াম্যান পদে প্রত্যাহারকারীরা হলেন, আজমিরীগঞ্জ উপজেলায় মোঃ স্বাধীন মিয়া ও বাহুবল উপজেলায় আওয়ামীলীগ নেতা আখতারুজ্জামান নাছির।
ভাইস-চেয়ারম্যান পদে প্রত্যাহারকারীরা হলেন, চুনারুঘাট উপজেলায় কাজী এম.এ খালেক, বাহুবল উপজেলায় যুবলীগ নেতা মোহাম্মদ আলী ও আজমিরীগঞ্জ উপজেলায় মোঃ আব্দুল হাই।
জেলা নির্বাচন কমিশন সূত্র জানায়,কাল বুধবার চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
উল্লেখ্য, আগামী ১০ মার্চ জেলার ৯ টি উপজেলার মধ্যে ৮ টিতে নির্বাচন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।