নিজস্ব প্রতিনিধিঃ ‘বিবর্তন বিজ্ঞান চক্র’র উদ্যোগে হবিগঞ্জে ২ দিনব্যাপী জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে।
বৃন্দাবন সরকারি কলেজের ১নং কক্ষে গত ১৮ ও ১৯ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় জ্যোতির্বিজ্ঞানের নানা তাত্ত্বিক ও ব্যবহারিক দিক নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিবর্তন বিজ্ঞান চক্রের সমন্বয়কারী সহকারী অধ্যাপক তানসেন আমীন ও প্রকৌশলী সৈয়দ তাহফীম আহমেদ অনীক।
কর্মশালায় জ্যোতির্বিজ্ঞানের ইতিহাস, তারার জন্ম-মৃত্যু, মহাকাশযান কিওরিওসিটি রোভার, জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন হিসাব-নিকাশ, রকেটের ক্রমবিবর্তন ও টেলিস্কোপের গঠনপ্রালী নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। এতে স্কুল ও কলেজ পর্যায়ের প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাহিত্য ও সংবাদকর্মী সিদ্দিকী হারুন, নাট্যকর্মী আজহারুল ইসলাম মুরাদ ও প্রভাষক সারওয়ার পরাগ। কর্মশালাটি বিখ্যাত কসমোলজিস্ট প্রফেসর জামাল নজরুল ইসলাম এবং জ্যোতির্বিদ রাধাগোবিন্দ চন্দ্রের প্রতি উৎসর্গ করা হয়।