জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের ভেতর ও আশপাশ এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগ

হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের ভেতর ও আশপাশ এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় ওই এলাকার কিছু ফাষ্টফুডের দোকানে হরহামেশাই এরকম ঘটনা ঘটছে বলে স্হানীয়রা জানিয়েছেন।

সম্প্রতি সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ জন যুবক ও যুবতীকে আটক করে। পরে মুচলেকা দিয়ে তারা মুক্তি পায়। আবারও স্টেডিয়ামের বিভিন্ন খোপে দিনের বেলা ও সন্ধ্যার পর যুবক-যুবতীর আড্ডা ও আনাগোনা দেখা যায়। এ

দের মধ্যে অনেকেই স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আবার কেউ কেউ প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে ওই স্থানে এনে টাকা পয়সা হাতিয়ে নেয়।
সম্প্রতি এরকম ঘটনা ঘটানোর অভিযোগে এক যুবতীকে আটক করা হয়। পরে মুচলেকা দিয়ে সে মুক্তি পায়।

সদর ওসি মোঃ মাসুক আলী জানান, মহামারী করোনার কারণে পুলিশের অভিযান বন্ধ ছিল। এখন থেকে শহরের ফাষ্টফুডের দোকান ও স্টেডিয়ামে পুলিশের টহল থাকবে।